sliderস্থানীয়

দৌলতপুরে বিজয় দিবসে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন 

মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ): “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চলে” এই শ্লোগানকে সামনে রেখে মহান দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বনামধন্য দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন হয়েছে। 

গতকাল রবিবার ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটে দৌলতপুর উপজেলা অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গনে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ৮ টিমের ব্যাডমিন্টন খেলার  উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আহসানুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাঃ মেহরুবা পান্না, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত শেখ ফরিদ, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মাসুদুজ্জামান, ফায়ার সার্ভিসের কমান্ডার রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আব্দুর রফিক, দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজুর রহমান,ছাত্র প্রতিনিধি শান্ত মির্জা প্রমুখ।

প্রথম উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন উপজেলা “পল্লী বিদ্যুৎ অফিস” বনাম “দৌলতপুর থানা” “ফায়ার সার্ভিস অফিস” বনাম “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”।

আজকের বিজয়ী দল দৌলতপুর থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Related Articles

Leave a Reply

Back to top button