
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়নে আলোচনা সভা ও নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্যে নির্বাচিত সুফল জেলেদের মাঝে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নে আমতুলী ফেদুসেক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকাল ১১ ঘটিকায় ২০২৪/২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে ৫টি ইউনিয়নে ১৬ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম, জিয়নপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সবুর মিয়া, অফিস সহকারী মোঃ জিয়াউর রহমান প্রমুখ।
আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম বলেন-আপনারা গত ইলিশ সংরক্ষণ মৌসুমে সরকারি সকল নির্দেশনা মেনে চলেছেন । এ কারণে আপনাদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। এই বাছুরগুলো আপনারা যত্ন সহকারে লালন পালন করবেন । তাহলেই আগামী দুই বছরের মধ্যে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। এই গরু আপনারা বিক্রি করতে পারবেন না এগুলো আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য সরকার দিয়েছেন।