sliderস্থানীয়

দৌলতপুরে প্রশিক্ষণের উদ্বোধন ও যুব ঋনের চেক বিতরণ

শিবালয় (মানিকগঞ্জ)সংবাদদাতাঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৭ দিন ব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।

গত বুধবার ৮ জানুয়ারি বেলা ১২ ঘটিকার সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে ।

প্রশিক্ষণের উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জের উপ-পরিচালক অলকা প্রভা দে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও যুব সংগঠক মোঃ শাহ আলম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, যুব সংগঠক মোঃ নুরুল ইসলাম, আত্মকর্মী মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেছেন যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের শিক্ষিত বেকার যুবকদের প্রায় ৫০ টির ও অধিক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। যাদের বয়স ১৮-৩৫ তারাই এই সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন। আমি যে প্রশিক্ষণ নিতে চান সেই প্রশিক্ষণ নিতে পারবেন। আপনারা সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মী হন ।

Related Articles

Leave a Reply

Back to top button