
মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ):”সমবায় শক্তি সমবায় মুক্তি “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায় “এই শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ নভেম্বর শনিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা সমবায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ জান্নাত আরা পারভীন হিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মহসিন মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান, সমবায়ী মফিজুল ইসলাম, আনোয়ারা বেগম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সমবায়ী নূরুল ইসলাম প্রমুখ।




