sliderস্থানীয়

দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা ও ড্রেজার এবং পাইপ ধ্বংস

মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে সরকারি আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানাসহ ২টি শ্যালুচালিত মেশিন সহ ড্রেজার ও ২ হাজার ফিট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।

বুধবার (০১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী বাচামারা ইউনিয়নের ২টি জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে জানা গেছে, দৌলতপুর উপজেলা বাচামারা ইউনিয়নে বাজারের পশ্চিম এলাকায় যমুনা নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসব এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় হাতেনাতে ধরে ফেলে বাঁচামারা গ্রামের মোঃ শামীমকে ড্রেজার পরিচালনা করায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসময় দুটি মেশিন ও ২ হাজার ফিড পাইপ সহ ধ্বংস করা হয় ।

স্থানীয়রা জানায়, কিছু অসাধু লোক প্রভাব খাটিয়ে নদীতে যেখানে বালু আছে, সেখান থেকেই অবৈধভাবে উত্তোলন করে ব্যাবসা করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে৷ নদীর পাড় ভেঙে যাচ্ছে, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শ্যালো ইঞ্জিনের শব্দে পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম জানিয়েছেন দিনব্যাপী অভিযানে শ্যালোচালিত মেশিন ২টি, বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২ হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়।
আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button