
আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান কালু মিয়ার ৫ম
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, খাবার ও বৃক্ষ চারা বিতরন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়নের খাগ্রাটা প্রেসিডেন্ট বাড়ি জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন মরহুমের পুত্রদ্বয় জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান ও সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মো:আসাদুর রহমান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার, আব্দুল জলিল মাস্টার, নুরুল আমিন, মসজিদ কমিটির সভাপতি শাহানুর আলম, সিনিয়র সহ সভাপতি বাদশা মিয়া, সাধারন সম্পাদক আব্দুল ওহাব মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মসজিদের কোষাধ্ক্ষ মো: রাসেল মিয়া, মো: তানজিল মিয়া, মো: রাজু মিয়া, মো: আলমগীর
হোসেন, মো পিয়াল হাসান, মুশফিকুর রহমান নিবির, নীরব, বিশালসহ এলাকার মুরুব্বীবৃন্দ।
উল্লেখ্য, মরহুম আজিজুর রহমান সিংজুরী ইউনিয়ন পরিষদের পরপর চার বার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি জীবদ্দশায় বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন।