slider

দোয়ারাবাজারে ৪৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ বোতল বিদেশী মদ ও ১টি মোটরসাইকেলসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি হলেন দোয়ারাবাজার থানার চকিরঘাট গ্রামের মৃত আসাদ আলীর ছেলে মোঃ মিরাজুল ইসলাম (২০)। গত সোমবার (১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন রসরাই গ্রামের যাতায়াতের রাস্তায় উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির নিকট থেকে ৪৫ বোতল Officer’s Choice নামক ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত আসামি ১টি মোটরসাইকেলে করে উদ্ধারকৃত মাদক পরিবহন করছিল। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button