sliderস্থানীয়

দোহার-নবাবগঞ্জে সালমান এফ রহমানের ত্রাণ ও ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ

দোহার প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোহার-নবাবগঞ্জের হতদরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ এর এমপি সালমান এফ রহমানের নিজস্ব অর্থায়নে দোহার-নবাবগঞ্জের সাড়ে ৫ হাজার পরিবারকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা এই ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে রয়েছে চিনিগুড়া চাল, সয়াবিন তেল, সেমাই এবং চিনি। এসব ঈদসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কর্মযজ্ঞের সার্বিক পরিচালনা ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব ও বেক্সিমকো গ্রুপের কনসালটেন্ট আব্দুর রউফ। তাকে এ কাজে সহযোগিতা করছেন দোহার-নবাবগঞ্জ দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে গত কয়েক সপ্তাহে দোহারের বিলাসপুরের কুতুবপুর ও সুতারপাড়ার মধুরচর এলাকায় প্রায় দেড়শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই ভাঙনকবলিত বিলাসপুরের কুতুবপুর, সুতারপাড়ার মধুরচর এলাকায় প্রায় ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ফজলুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বহু বছর যাবৎ মানবতার কল্যাণে নিবেদিত রয়েছে। বন্যা, করোনাভাইরাসের মহাদুর্যোগ ও মানুষের বিভিন্ন রোগে শোকে আক্রান্ত মানুষ, শিক্ষাক্ষেত্রে ও মানুষের কর্মসংস্থানের জন্য বহুভাবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button