sliderস্থানীয়

দোহারে বাড়ছে পদ্মার পানি, সঙ্গে তীব্র ভাঙন

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারে গত দুই সপ্তাহে পদ্মার পানি বৃদ্ধির কারণে উপজেলার বিলাসপুর, কুতুবপুর, হাজারবিঘা, দেবিনগর, কুলছুরিও সুতারপাড়ার মধুরচর এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে এই এলাকার প্রায় ১১০টি পরিবার ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অনেকে আবার বাড়ির পার্শ্ববর্তী অন্যের বাড়িতে নিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। এমন অবস্থায় অনেকটা মানবেতর জীবনযাপন করছেন তারা। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় দোহার উপজেলার পদ্মার তীরবর্তী বিলাসপুর, মাহমুদপুর, মধুরচর, নারিশা ও মুকসুদপুরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিলীন হয়েছে অনেকের ফসলি জমি। গবাদিপশু নিয়ে রয়েছে বিপাকে। ভাঙনের পাশাপাশি কখন ভয়াবহ বন্যায় রূপ নেয় তাই নিয়ে অনেকটা দুশ্চিন্তা তাদের চোখে মুখে। পদ্মার পানি বৃদ্ধি পেয়ে এরই মধ্যে সমস্ত শাখা-খালে ব্যাপকভাবে পানি ঢুকে পড়েছে। পদ্মার ভাঙনের শিকার পরিবারগুলো বলেন আমরা খাদ্য চাই না আমরা বাঁধ চাই।
অতি দ্রুত আমাদের সরকার থেকে বাঁধ দেয়ার ব্যবস্থা করুক। এছাড়া নারিশার চরাঞ্চলের অনেক পরিবার পানিবন্দি রয়েছে। তাদের চলাচলের একমাত্র বাহন এখন নৌকা। পানিবন্দির কারণে জনজীবনে নেমে এসেছে নানা দুর্ভোগ। এ ছাড়া দোহারের মিনি কক্সবাজার খ্যাত মনৈটঘাট এলাকাটি পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় চরভদ্রাসনের গোপালপুরঘাট ও দোহারের মেনটঘাট কর্তৃপক্ষ জানান, আমরা কালকের মধ্যে যাত্রী পারাপারের জায়গাটি সরিয়ে ফেলবো। এছাড়া এই পর্যটন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন নানা দুশচিন্তায়। দোহার উপজলো নির্বাহী র্কমর্কতা মোবাশ্বের আলম বলেন, আমরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে দোহার-নবাবগঞ্জ ঢাকা ১ আসনের এমপি সালমান ফজলুর রহমান স্যার ও ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম স্যার এর নির্দেশে ভাঙ্গনকবলিত এলাকার ১১০টি পরিবারের জন্য মানবিক সহায়তা হিসেবে শুকনা খাবারের প্যাকেট, দুই টন চাল ও নগদ ৩ লাখ টাকা প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button