sliderস্থানীয়

দোহারে নদীতে নিখোঁজের ৪ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারের লটাখোলা এলাকায় পদ্মার শাখা নদীতে গোসলে গিয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর রাহাত (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। সে চতুর্থ শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুই বন্ধুর সাথে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের সামনে নদীর ঘাটে গোসলে আসে রাহাত। গোসল শেষে দুই বন্ধু হঠাৎ রাহাতকে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে তার পরিবার ও স্থানীরা খোঁজাখুজি করে না পেয়ে ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে ঘাটের পাশে পানির নিচ থেকে রাহাতের মৃত দেহ উদ্ধার করেন তারা। এসময় তার পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ।
রাহাতের বাবা খলিলুর রহমান জানান, চার মাস আগে ঢাকা থেকে দোহারে এসে একটি ভাড়া বাড়িতে তিন সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি। রাহাত সবার ছোট। কান্নাজরিত কণ্ঠে বলেন, আমার কলিজার টুকরো শেষ হয়ে গেলো। আমার রাহাতকে এনে দেন।
এদিকে নিখোঁজের পর থেকেই নদীর দুইপারে ভির জমায় হাজারো মানুষে। উদ্ধারের পর রাহাতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের দল।

Related Articles

Leave a Reply

Back to top button