sliderস্থানীয়

দোহারে নারীসহ চার মাদক কারবারি আটক

দোহার প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার বাজার এলাকা থেকে ২২ হাজার পঞ্চাশ পিস ইয়াবাসহ চারজনকে অভিযান চালিয়ে আটক করেছে দোহার থানা পুলিশের এএসআই নান্টু মজুমদারসহ পুলিশের একটি দল। আটককৃত মাদকের মৃল্য প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা। গতকাল পুলিশ এই অভিযান চালায়।
দোহার থানা পুলিশ জানায়, কক্সবাজার টেকনাফের ডেলপাড়া কেতিবিল এলাকার বিকাশ শর্মার স্ত্রী সীতা শর্মা (৪০)-এর সঙ্গে পরিচয় হয় ঢাকার দোহার উপজেলার নিকড়া এলাকার মৃত সোহরাব বেপারীর ছেলে মো. ফিরোজ রহমানের। তার মাধ্যমেই একই উপজেলার বৌবাজার খালপাড় এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন আনু ওরফে ইয়াবা আনোয়ার ও ইউসুফপুর এলাকার রজব আলীর ছেলে মো. হাসান ওরফে চায়না হাসানের। সেই সূত্র ধরেই সীতা শর্মা সয়াবিন তেল মাখিয়ে বিশেষ কায়দায় গিলে খেয়ে পেটে বহন করে নিয়ে আসেন টেকনাফ থেকে দোহার বাজার আসেন। ইয়াবা লেনদেন করার সময় তাকে হাতেনাতে আটক করেন দোহার থানা পুলিশের এএসআই নান্টু মজুমদার সহ পুলিশের একটি দল। দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button