sliderস্থানীয়

দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের সিও অফিস “দৈনিক আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়েরকৃত মামলা নিঃশর্তে তুলে নিয়ে দ্রুত পত্রিকা প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
শনিবার ৭ সেপ্টেম্বর সকাল ১১:৩০ মিনিটে পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়ন ও সুশীল সমাজের উদ্যোগে পিরোজপুর সিও অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।উক্ত মানববন্ধনে পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজলের সভাপতিত্বে ও পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ শাহিন ফকির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর,পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক মোঃমাইনুল ইসলাম মামুন,পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকম মো: নাছির উদ্দীন,পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সিঃসহ-সভাপতি মোঃ হুমাউন কবির তালুকদার,পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহ,পিরোজপুর জেলা জাসসের সভাপতি মোঃজাহিদুল ইসলাম,পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেঃ আলাউদ্দিন হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন তালুকদার কুমার,পিরোজপুর পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃমাসুদ হাওলাদার,পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মশিউর রহমান,পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃশাহাদাত হোসেন প্রমুখ।এসময় বক্তারা বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যায়ের প্রতিবাদকারী গণমানুষের সাংবাদিকতার মুখপাত্র মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণে হাসিনার লালিত বাহিনী দিয়ে হামলা করে রক্তাক্ত করা হয়েছিল। সেই হামলাকারীদের বিচারসহ মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশ এবং দ্রুত সাংবাদিক দম্পতি সাগর-রুমি হত্যার বিচারের দাবি করেন।

Related Articles

Leave a Reply

Back to top button