পতাকা ডেস্ক: দীর্ঘ প্রায় ৬ বছর প্রবাস জীবন কাটিয়ে আজ দেশে ফিরেছেন পতিত স্বৈরাচারের নির্মম নির্যাতনের শিকার দৈনিক আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসময় আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য তোফাজ্জল হোসেন রমিজ, আব্দুল হালিম নান্নু, এনামুল হক, আব্দুর রব জামিল, নজরুল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।