sliderস্থানীয়

দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগণের পাশে থাকব : মেজর জেনারেল মঈন খান

মানিকগঞ্জে কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি, জানালেন হিন্দু নেতারা

সাভার সেনানিবাসের জিওসি মেজর জেলারেল মো: মঈদ খান বলেছেন, দেশের সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। এখানে কেউ ছোট না আবার কেউ বড় না, সবাই সমান। আমরা দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দেশ ও দেশের মানুষের জন্যে কল্যাণ করে যাব। আমরা দেশের জনগণের পাশেই আছি এবং থাকব।

সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকার নাজিরপুর গ্রামে রাধা গোবিন্দ জিউর আখড়া পরিদর্শন ও এলাকার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

সিংগাইর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহা বলেন, আমাদের উপজেলাসহ জেলায় কোনো সম্প্রদায়িক হিংসা বা হামলার ঘটনা ঘটে নাই। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যা হয়েছে তা অনেকটাই ব্যক্তিগত স্বার্থ বা শত্রুতা থেকে হয়েছে। আমাদের এলাকায় মুসলিম ভাইয়ে সদা-সর্বদা আমাদের পাশেই ছিল। তারা মন্দির পাহারা দিয়েছে এবং এখনো আমাদের পাশেই আছে। কেউ কেউ অযথা গুজব রটিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। আমরা আগেও যে সম্প্রীতি ভালোবাসা নিয়ে উভয় সম্প্রদায় ছিলাম আগামীতেও সে ভাবেই থাকতে চাই। এছাড়া আজকে সেনা বাহিনীর এতো বড় কর্মকর্তা আমাদের খোঁজখবর নেয়ার জন্যে ছুটে এসেছেন, এতে আমরা সত্যই আনন্দিত ও আশ্বস্ত। নব গঠিত সরকারকে আমাদের পক্ষ হতে অভিনন্দন।

মেজর জেনারেল মঈন খান বলেন, দেশটা আমাদের সবার তাই সবাই দেশপ্রেম নিয়ে এই দেশটাকে গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক কোনো ছাড় পাবে না। কেউ গুজবে কান দিবেন না। দয়া করে কেউ কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। সবাই মিথ্যা প্রচার ও গুজব হতে বিরত থাকবেন। পুলিশ থানায় কাজ শুরু করেছে, সিভিল প্রশাসন আছে আপনাদের সেবায় আর আমরাও আছি। যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে সেনাবাহিনীর আছে ও থাকবে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুনায়েত উল্লাহ শাহ চৌধুরী, মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মো: শাহনুর ইসলাম, মন্দির কমিটির সভাপতি সুনিল ঘোষ, সাধারণ সম্পাদক রাধে স্যাম সাহা ও মাওলানা আবুল কালামসহ এলাকার হিন্দু-মুসলিম সম্প্রদায়, সেনাকর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Back to top button