sliderজাতীয়শিরোনাম

দেশ করোনাভাইরাসের ঝুঁকিতে: সেতুমন্ত্রী

দেশ করোনাভাইরাস (কভিড-১৯) ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শুক্রবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘দেশ করোনা ঝুঁকিতে থাকলেও আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবো তা নিশ্চিত করে বলা যায় না।’
‘তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগে এই শত্রুকে আমরা পরাজিত করবো’ যোগ করেন তিনি।
উপনির্বাচন পেছাতে বিএনপির দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার।
তিনি বলেন, নির্বাচন করা বা পেছানোটা ইসির বিষয়, এখানে সরকার মাথা ঘামায় না। মির্জা ফখরুলের আবেদন ইসি গ্রাহ্য করবে কিনা সেটা একান্তই ইসির বিষয়।

Related Articles

Leave a Reply

Back to top button