sliderস্থানীয়

দেশে বেকার ২৬ লাখ ৩০ হাজার

দেশে বর্তমানে ২৬ লাখ ৩০ হাজার বেকার আছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মধ্যে বেকার পুরুষ ১৬ লাখ ৯০ হাজার। আর বেকার নারী নয় লাখ ৪০ হাজার।

বুধবার (২৯ মার্চ) বিবিএস প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ-২০২২’ শিরোনামের একটি প্রতিবেদনে এমন চিত্র দেখানো হয়েছে।

আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিবিএস জানায়, বর্তমানে দেশে বেকারের হার কমে ৩ দশমিক ৬ ভাগ হয়েছে। এটি আগে ৪ দশমিক ২ ভাগ ছিল।

সভায় বলা হয়েছে, এ বিপুল সংখ্যক লোক সপ্তাহে এক ঘণ্টাও কাজ করার সুযোগ পায় না। বেকারত্বের এ হিসেব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেয়া মানদণ্ড অনুযায়ী।

আইএলও মনে করে, যে ব্যক্তি সপ্তাহে এক ঘণ্টা কাজ করে না, ওই ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button