sliderজাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৬৬

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,৭৬৬ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩,৫৯১ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ১২,৮৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২, ৭১, ৮৮১ জন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে মহামারি শুরুর পর পাঁচ মাসের বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিভি বুলেটিন চালানোর পর ১১ই অগাস্ট সেটি বন্ধ করে দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১, ৭৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১, ৫৬, ৬২৩ জন।
যারা গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৬ জন নারী।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Back to top button