দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৪১৪ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। তাতে দেশে মোট কভিড-১৯ এ মৃত্যু দাঁড়িয়েছে ১২৭ জন। আক্রান্তের সংখ্যা ৪,১৮৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১৬ জন, মোট আরোগ্যের সংখ্যা ১০৮ জন।
কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার যুক্ত হয়ে আক্রান্ত-মৃত্যু-আরোগ্যের তথ্য তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
বিস্তারিত তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নতুন মৃতের সবাই ঢাকার বাসিন্দা। এদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী। তাদের বয়স ষাটোর্ধ্ব চারজন। ৫১-৬০ বছরের মধ্যে দুজন। একজনের বয়স ৪১ থেকে ৫০ এর মধ্যে।
দেশের মোট ২১টি প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৯২১ জনের। এর মধ্যে পরীক্ষা হয়েছে ৩,৪১৬ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে তিনটি জেলা। এ নিয়ে ৫৮টি জেলায় করোনার সংক্রমণ ঘটল।