দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও তিন ব্যক্তি শনাক্ত হয়েছেন। তাদের একজনের অবস্থা সংকটাপন্ন। সত্তর বছর বয়সী ওই ব্যক্তি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শুক্রবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন করে দেশে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন পুরুষ আর একজন নারী। একজন পুরুষ ও একজন নারীর বয়স ৩০ বছর। অপর পুরুষের বয়স ৭০ বছর।
এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন একজন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সন্দেহে আরও ৩০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন।
নতুন আক্রান্ত তিনজন সম্পর্কে ব্রিফিংয়ে আরও বলা হয়, আক্রান্ত একজনের জার্মানির বার্লিনসহ ইউরোপ ভ্রমণের ঘটনা আছে। অপর দুজনের একজন ইতালি প্রবাসীর সংস্পর্শে ছিলেন। তারা প্রত্যেকে আলাদা পরিবারের সদস্য।