sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে আরও ১১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৮ জন এবং বিভিন্ন স্থানে হাসপাতালে নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী রয়েছে ৭৭ জন।
ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত সর্বমোট রোগী ৪৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৩২ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ২৮ হাজার ৩৯৪ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১০৪ জন।

Related Articles

Leave a Reply

Back to top button