slider

দেশের সার্বিক উন্নয়ন শেখ হাসিনার আমলেই হয়েছে: মমতাজ বেগম

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আমার সাংসদিয় আসনে শত শত কোটি টাকা ব্যায়ে নদী ভাঙ্গন রোধে বেরিবাধ নির্মাণ হয়েছে। ছোট বড় অসংখ্য বীজ নির্মাণ করা হয়েছে। ব্যাপক উন্নয়নের জন্য এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পেয়ে নৌকা মার্কা আবারো বিজয়ী হবে। দেশের সার্বিক যে উন্নয়ন হয়েছে, তা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিঙ্গাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজিত মত বিনিময় সভায় তিনি বলেন, করোনা মহামারী, যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দাতেও বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ ঘরে ঘরে বিদ্যুৎ। শেখ হাসিনাই শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে না, যেখানে একাধিক ভবন নির্মাণ করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম এ সরকারের আমলেই হয়েছে।

মমতাজ বেগম আরোও বলেন, শেখ হাসিনা আমাদের অনেক দিয়েছেন। এবার আমাদের দেওয়ার পালা। নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমরা খুশি করব। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাব।

সিঙ্গাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আব্বাস উদ্দিন, আতোয়ার রহমান, আঃ কুদ্দুস শেখ,খলিলুর রহমান, দেলোয়ার হোসেন, আরিফুর রহমান, কামরুজ্জামান টিপু প্রমুখ।

সিঙ্গাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় এসময় উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার, মনিরুল ইসলাম হিরো,সানোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, আব্দুল হালিম, আইন বিষয়ক সম্পাদক আলম হোসেন,ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ শিক্ষক, অভিভাবক, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button