
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৫ থেকে ২৮ জুলাই বাংলাদেশের সব বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সাথে সুপ্রিম কোর্ট বার আসোসিয়েশন এই চারদিন বেলা সোয়া ১টা থেকে এই কর্মসূচি পালন করা হবে।
রোববার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ সংবাদ সম্মেলনের এই কর্মসূচি ঘোষণা করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহব্বুউদ্দিন খোকন লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট ওয়ালিউর রহমান, ব্যারিস্টার কায়সার কামাল প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘তারেক রহমান বিচারককে প্রভাবিত করে নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন’ আইনমন্ত্রীর এমন বক্তব্যই প্রমাণ করে বিচার বিভাগ সরকার কর্তৃক প্রভাবিত।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থা সরকার কর্তৃক প্রভাবিত হয়। সরকার প্রভাবিত না করলে বিচার নিরপেক্ষ হয়।
তিনি প্রশ্ন রাখেন বিচার বিভাগ স্বাধীন হলে হস্তক্ষেপ কিভাবে হয়। সুতরাং আইনমন্ত্রীর এই বক্তব্যেই প্রমাণিত হয় বিচার বিভাগ সরকার কর্তৃক প্রভাবিত হয়। এই প্রভাব শুধু নিম্ন আদালত নয় উচ্চ আদালতেও হয়।
তারেক রহমান আপিল করবেন কি-না জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, তারেক জিয়া যথাসময়ে আপিল করবেন। বাংলাদেশে ১৭ বছর পরও আপিল করার নজির আছে। সেই আপিল আদালত গ্রহণও করেছেন।
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, এই মামলায় বর্তমান আইনমন্ত্রী দুদকের পক্ষে এই মামলা পরিচালনা করেছেন। তিনি আইনমন্ত্রী হওয়ার পর বিচারক, পিপি সব নিয়োগ করেছেন। রায় তাদের পক্ষে গেলে নিরপেক্ষ আর বিপক্ষে গেলে প্রভাবিত। নয়াদিগন্ত