sliderঅর্থনৈতিক সংবাদ

দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ পাসপোর্ট বিভাগ-টিআইবি

২০১৫ সালে দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেবা খাত ছিল পাসপোর্ট বিভাগ। ৭৭.৭ শতাংশ পরিবার দুর্নীতির শিকার। এর পরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, শিক্ষা, বিআরটিএ, ভুমি প্রশাসন। আর ২০১৫ সালে জাতীয়ভাবে মোট ঘুষ লেনদেনের পরিমান ছিল ৮ হাজার ৮২২ কোটি টাকা। যা জিডিপির ০.৬ শতাংশ। তথ্যগুলো দিয়েছে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
বুধবার ধানমন্ডিস্থ সংস্থাটির কার্যালয়ে সেবা খাতে দুর্নীতির জরিপ ২০১৫ প্রতিবেদনটি প্রকাশ করে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। টিআইবির জরিপে বলা হয়েছে, ঘুষ বেশি দিতে হচ্ছে পাসপোর্ট এ ৭৬.১ শতাংশ।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৬৫.৯ শতাংশ, শিক্ষয় ৫৬.৯ শতাংশ, বিআরটিএ ৫২.৩ শতাংশ। আর গড় ঘুষের পরিমানে গ্যাস, বীমা, বিচারিক সেবা, ভুমি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, কর ও শুল্ক, বিদ্যুৎ। উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের মানুষ বেশি দুর্নীতির শিকার বেশি হয়েছে।
স্থানীয় সরকার ও বিদ্যুতে গত তিন বছরে দুর্নীতি বেড়েছে। ঘুষ না দিলে মানুষ সেবা পাচ্ছে না। সুলতানা কামাল বলেন, ইচ্ছা ও অনিচ্ছায় প্রতিটা মানুষ দুর্নীতির সাথে জড়িত। ঘুষ না দিলে সেবা পাচ্ছে না দেশের মানুষ। জবাবদিহিতার অভাব রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button