দেশের সকল বন্ধ চিনিকল চালুর দাবিতে রংপুরে সমাবেশ

রংপুর প্রতিনিধি: শ্যামপুর চিনিকলসহ দেশের সকল বন্ধ চিনিকল চালু, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, বকেয়া বেতন পরিশোধ এবং আখচাষিদের বাঁচানোর দাবিতে রংপুরে সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন।
রোববার প্রেস ক্লাব চত্বরে ফেডারেশনের জেলা আহ্বায়ক সুরেশ বাসফোরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মানস নন্দী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা, বাসদ রংপুর জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু ও সদস্য সচিব আহসানুল আরেফিন তিতুসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, মহামারি করোনার সময়ে গুটিকয়েক চিনি আমদানিকারক ব্যবসায়ী এবং ভারতের স্বার্থে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকল বন্ধ করে দেয়। এর সবগুলোই উত্তরবঙ্গে। রংপুরের একমাত্র ভারী শিল্প ও দেশে চিনি উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থাকা শ্যামপুর চিনিকল বন্ধ করে দেয়া হয়। এই চিনিকলের ওপর শত শত শ্রমিক, হাজার হাজার আখচাষির জীবন নির্ভর করতো। শ্যামপুর চিনিকল ছিল ৩০ হাজার মানুষের জীবনযাপনের অবলম্বন।
বক্তারা বলেন, অবিলম্বে শ্যামপুর চিনিকলসহ বন্ধ সকল চিনিকল অবিলম্বে চালু করে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। এ ছাড়াও চিনিকল শ্রমিক, আখচাষি এবং এরসঙ্গে যুক্ত সকল মানুষের জীবন-জীবিকা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানানো হয়।