sliderরাজনীতিশিরোনাম

দেশবাসীর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঈদের শুভেচ্ছা

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে করোনা দুর্গত ও বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ-উল-আযহা পালনের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এরকম মানবিক বিপর্যয়ের মধ্যে দেশবাসীকে ঈদ উদযাপন করতে হয়নি। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের মর্মবাণী আত্মউৎসর্গের মনোভাব নিয়ে দুঃস্থ, অসহায় ও নিঃস্ব মানুষকে সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার অনুরোধ জানান। তিনি দেশের বিত্তবান এবং পার্টির নেতাকর্মী ও শুভ্যার্থীদেরও দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, একদিকে করোনা মহামারীজনীত আঘাত আর অন্যদিকে দীর্ঘস্থায়ী বন্যা এবার দেশের কোটি কোটি মানুষকে চরম দুর্গতির মধ্যে ঠেলে দিয়েছে। কাজ ও জীবিকা হারিয়ে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের প্রায় অর্ধেক জেলার বন্যাদুর্গত আড়াই থেকে তিন কোটি মানুষের হাহাকার। এই পরিস্থিতি দেশের প্রায় সাড়ে ছয় কোটি মানুষকে দারিদ্র্যসীমার নীচে নামিয়ে এসেছে। এদের অধিকাংশেরই এখন খাবার নেই, উপযুক্ত কর্মসংস্থান নেই, হাতে নগদ অর্থ নেই। সরকারি ত্রাণ তৎপরতা খুবই অপ্রতুল। বানভাসি অধিকাংশ মানুষের কাছেই এখনও পর্যন্ত সরকারি কোন সাহায্য পৌঁছেনি। এখনও পর্যন্ত শ্রমিকদের এক বড় অংশ তাদের বেতন বোনাস পায়নি।
তিনি জরুরী ভিত্তিতে দেশের প্রতিটি অসহায় ও নিঃস্ব পরিবারসমূহের কাছে খাদ্যসহ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছানোর জন্য সরকারের প্রতি দাবি জানান। খবর বিজ্ঞপ্তির

Related Articles

Leave a Reply

Back to top button