sliderস্থানীয়

দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দুর্নীতির বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করতে হবে: জেলা প্রশাসক

এম.এ আজিজ রাসেল,কক্সবাজার : জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, “দুর্নীতি আমাদের একটি জাতীয় ব্যাধি। এটি সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে এবং সুষম রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাহত করে। দেশপ্রেম, আদর্শ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে। আমরা প্রত্যেকে যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার আলোয় উদ্ভাসিত হয়ে দুর্নীতির মূলোৎপাটন করতে পারি, তবে এর সুফল দেশের প্রতিটি নাগরিক ভোগ করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।”

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সততা সংঘের অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রাপ্তি চাকমা, কক্সবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কবি জসিম উদ্দিন বকুল।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন ছাত্র-ছাত্রীদের ১২ হাজার টাকা করে ১ লক্ষ ৯২ হাজার বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button