sliderস্থানীয়

দেলুটির ক্ষতিগ্রস্থদের অর্থ ও সুপেয় পানি প্রদান করলো চিংড়ী চাষী সমিতি

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছার দেলুটির ভদ্রা নদীর ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বোতলজাত পানি প্রদান করলো পাইকগাছা চিংড়ী চাষী সমিতি। বুধবার সকালে নাগরিক কমিটির পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হয়।নৌপথে টলার যোগে নেতৃবৃন্দগণ প্রত্যন্ত দেলুটি ভাঙ্গন কবলিত এলাকায় এ অর্থ ও বোতলজাত পানি নিয়ে পৌছায়। অর্থ ও বোতলজাত পানি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন,ষোলআনা সমিতির সাবেক সভাপতি মোর্ত্তাজা জামান আলমগীর রুলু,জিএম মিজানুর রহমান,আব্দুল আজিজ,সফিয়ার রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button