sliderবিবিধশিরোনাম

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোরআন বানালো সৌদি

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোরআন শরীফ বানিয়েছে সৌদি আরব। কোরআন তেলাওয়াতে দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার্থে এসব কোরআন শরীফ ব্রেইল বর্ণমালায় লেখা হয়েছে। ইতোমধ্যে হারামাইন কর্তৃপক্ষ এসব কোরআন শরীফ বিতরণ করতে শুরু করেছে।
হারামাইন শরিফের পরিচালক শেখ খালিদ বিন মুহাম্মাদ আল-হারেছি বলেন, ‘আল্লাহর ঘর জিয়ারতকারীদের জন্য ব্রেইল পদ্ধতির পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সংগ্রহ ও বিতরণ করা হয়েছে।’
হজ ও ওমরা পালনকারীদের সুবিধার্থে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে ব্রেইল বর্ণমালার এসব পাণ্ডুলিপি। যাতে সহজেই দৃষ্টি প্রতিবন্ধীরা কারো সাহায্য ছাড়াই নিজেরা পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত করতে পারে।
প্রাথমিকভাবে হারামাইন কর্তৃপক্ষ ছোট-বড় বিভিন্ন সাইজের ৪০টি পাণ্ডুলিপি মসজিদে হারামে বিতরণ করেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালার কুরআনের পাণ্ডুলিপি ব্যবস্থাপনা হারামাইন কর্তৃপক্ষের প্রশংসনীয় উদ্যোগ।

Related Articles

Leave a Reply

Back to top button