sliderস্থানীয়

দুর্যোগ মোকাবেলায় ক্ষতি পুরনের দাবি চরবাসীর

নাসির উদ্দিন, হরিরামপুর মানিকগঞ্জ :1 6 Days of Global Action-2023 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে নটাখোলা গ্রামে জলাবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী দেশের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে দুর্যোগ সমাচার আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে অংশগ্রহন করেন যুবকটিমের সদস্য কৃষক শিক্ষক শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির দিকগুলো নিয়ে দায়ী দেশগুলোর প্রতি বিভিন্ন প্লে- কার্ড ফেসটন লিফলেট দাবি উত্থাপন করেন উপস্থিত চরবাসীরা। এ সময় আলোচনায় অংশগ্রহন করেন লেছড়াগঞ্জ চর জলবায়ু সেচ্ছা-সেবক টিমের সদস্য সেলিম হোসেন, নারী সংগঠনের নেত্রী জুলেখা বেগম শিক্ষক জাহাঙ্গীর হোসেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়। কর্মসুচী সঞ্চালনা করেন মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা। কর্মসুচী আয়োজন করেন লেছড়াগঞ্জ চর জলবায়ু সেচ্ছা-সেবক টিমের সদস্যরা।
হরিরামপুর উপজেলা একটি দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত । প্রতি বছর বন্যা খরা নদী ভাঙ্গন অতিবৃষ্টির ফলে আবাদি জমি ফসল রাস্তাঘাট গাছ পালা ব্যাপক ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগ এই ক্ষতির সিংহভাগ প্রভাব পড়ে চরাঞ্চলে মানুষের কৃষির উপর । আর এই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে হিমশিম খেতে হয় চরাঞ্চলের মানুষের।
নটাখোলা গ্রামের কৃষক রেজ্জাক হোসেন বলেন চলতি মাসে বৃষ্টির ফলে চরে শাক সবজি বেগুন কপি টমোটো চাষ করা অনেক জমির ফসল ও চারা নষ্ট হয়ে গেছে। ফলে চরাসীর কৃষকদের মধ্যে বীজ সংকট দেখা গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে অনিয়মিত বন্যা অতি বৃষ্টির কারনে ক্ষতি পুরুনের দাবি জানান স্থানীয় কৃষকরা।
শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন চরাঞ্চলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা ও দিবস পালনের বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি হচ্ছে। এসব কাজগুলো করার মাধ্যমে যা দুর্যোগ প্রশমনে ভুমিকা রাখবে এবং আমাদের ক্ষতির পরিমান কমে আসবে। বারসিক এর সহায়তায় চরাঞ্চলে বৃক্ষ রোপন আগাম জাত ও বৈচিত্র্য ফসল চাষ মাঠ দিবস গ্রাম পর্যায়ে বীজ মেলার করার মাধ্যমে এলাকার কৃষকরা উপকৃত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button