sliderশিক্ষা

দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর জোর গুরুত্ব আরোপ করেছেন। তিনি সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে দুর্নীতি বিরোধী নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এগিয়ে আসারও আহবান জানান।
শিক্ষামন্ত্রী রোববার রাজধানীর আব্দুল গণি রোডস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬’ উপলক্ষে সততা সংঘ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। দেশব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে গঠিত ‘সততা সংঘ’ নতুন প্রজন্মের মাঝে দুর্নীতি বিরোধী নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান অর্জনের মধ্যদিয়ে নিজেদের আলোকিত করার পাশাপাশি তাদের উচ্চ নৈতিক জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে দুর্নীতি বিরোধী অধ্যায় সংযোজন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুদক’র কমিশনার ড. কাজী নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম, মহাপরিচালক ড. মোঃ শামছুল আরেফিন ও সচিব আবু মোঃ মোস্তফা কামাল এবং শিক্ষার্থী প্রতিনিধি মেহজাবীন তোরসা, আল আমীন এবং শিক্ষক প্রতিনিধি রুমানা শাহীন সেফা এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
দুদক চেয়ারম্যান এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করান।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চেয়েছিলেন’, বিশ্বমানের জ্ঞানে আলোকিত ও নৈতিক মূল্যবোধে উদ্দীপ্ত প্রজন্মই হচ্ছে সেই সোনার মানুষ । শিক্ষামন্ত্রী দেশের অব্যাহত উন্নয়নে মূল্যবোধকে গ্রথিত করার ওপর জোর দিয়ে বলেন, নৈতিক মূল্যবোধহীন কোন উন্নয়নই টেকসই হবে না। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button