দুর্নীতি ও সুশাসনের অভাব টেকসই উন্নয়নে বড় বাধা

সরকার বাংলাদেশের টেকসই উন্নয়ন পরিকল্পনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়। এটাকে অর্জন করতে হলে দুর্নীতিতে নির্মূল ও সুশাসনকে শক্তিশালি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের অভিমত, দুর্নীতির সুচকে অবস্থার কিছুটা উন্নতি সত্বেও বাংলাদেশেরর উন্নয়নে এটি একটি বড় বাধা আজ। অযৌক্তিক প্রকল্প ব্যয় দুর্নীতির একটা নতুন চেহারা।
বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়ন অভিস্ট১৬, শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় চ্যালেঞ্জসমুহ শীর্ষক সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত আজ বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে এক সংলাপে এই অভিমত ব্যক্ত করেন দেশের সুশীল সমাজ। সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়েরর এমিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধারক সরকারের উপদেস্টা সৈয়দ মঞ্জুর এলাহী, এম. সাইদুজ্জামান. ড. হোসাইন জিল্লুর রহমান, সুলতানা কামাল, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, ড. বদিউল আলম মজুমদার, তরুণ ব্যবসায়ী তাফসির আউয়াল মিন্টু, ঢাকা চেম্বারের হোসাইন খালিদ, মুনিরা খান প্রমূখ।
বক্তারা বলেন, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে পারলে সুবিচার নিশ্চিত হবে। সরকারের কথায় দেশের মানুষ উৎসাহিত হয় না। কোনো প্রতিষ্ঠানেরর প্রতি মানুষের অাস্থা নেই। আদালত, পুলিশ সবই সরকারকে টিকিয়ে রাখতে কাজ করছে। আজ টেকসই উন্নয়ন না, টেকসই সরকার বলতে হবে। ইউপি নির্বাচনে সরকার গনতন্ত্রকে মাটি করে দিয়েছে।