
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য একটানা আট দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকালে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদিপুর স্থলবন্দর রপ্তানিকারক সমিতির ছুটি মিলে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৮দিন এই বন্দর দিয়ে ভারতের সাথে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ৪ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এ সময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানিকৃত পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিক চলবে বলেও জানান তিনি। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।



