চাকরিচ্যুত শরীফকে পুনর্বহালসহ ৬ দফা দাবি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সার্ভিস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুচ্ছায়াদাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এর আগে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অনেক প্রমাণ উঠে এসেছিল দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের তদন্তে। দুর্নীতিবাজ প্রভাবশালীদের দাপটে তখন চাকরি হারাতে হয়েছিল তাকে। পরবর্তী পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছেন সেই শরীফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন উপসহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন। সে সময় একের পর এক চাঞ্চল্যকর অভিযানে শরীফের জালে ধরা পড়ে আওয়ামী লীগ নেতাসহ অনেক রাঘব বোয়ালের নাম। তবে ভালো কাজে পুরস্কারের বদলে তিরস্কার জুটে শরীফের ভাগ্যে। নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে বদলি, শেষ পর্যন্ত চাকরিচ্যুত হন আলোচিত এ কর্মকর্তা। ক্ষমতার পালাবদলের পর আবারও আলোচনায় এসেছেন দুদকের সেই শরীফ। চারদিকে যখন পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, তখনই গত ৭ আগস্ট দুদকের বরাবরে দেওয়া একটি আবেদনে চাকরি ফেরত চেয়েছেন তিনি।