sliderস্থানীয়

দু’টি জানাজা শেষে শিক্ষা গুরু রুহুল আমিন তালুকদারকে পারিবারিক কবরস্থানে দাফন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি উপজেলার চশই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন তালুকদার(৭০) গত মঙ্গলবার অপরাহ্নে রাজধানীর একটি হসপিটালে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল সাড়ে ৭ টায় চশই উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও পরে নিজ গ্রাম মালাখালা মাই ড্রিম মডেল একাডেমি মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়। প্রথম ও দ্বিতীয় জানাজায় উপস্থিত ও মরহুমের স্মৃতিচারণ এবং আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বরকোটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাং জসীম উদ্দিন, শ্রীচাইল মোহাম্মদ পুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ও মরহুম রুহুল আমিন তালুকদারের ছোট ভাই মোঃ হারুন অর রশিদ তালুকদার, চশই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সোহেল পাটোয়ারী, মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএসএম শাহজাহান ভুইয়া, মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দুলাল আহমেদ, কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা, মালিগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন মিয়াজি, চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন, চশই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ হোসেন, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, কচুয়া উপজেলার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন সরকার, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, নৈয়াইর ড.খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান, পাঁচ গাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বরকোটা স্কুল এন্ড কলেজের দাতা সদস্য মোঃ বিল্লাল হোসেন ভুইয়া, মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজি, হাজী আঃ মান্নান, তালেরছেও দাখিল মাদরাসার সুপার মোঃ মোস্তাক আহমেদ, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, শ্রীচাইল মোহাম্মদ পুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যাপক ডা. নুরুল আলম খান, চশই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি একেএম আবুল কালাম আজাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button