sliderস্থানীয়

দুই শতাধিক অসহায় শিশুদের মুখে হাসি ফোটালেন কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটি

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির উদ্যোগে অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে জিনজিরা দিদার হোসেন রোডে প্রায় দুই শতাধিক অসহায় শিশুর মাঝে এই ঈদবস্ত্র ও খাবার বিতরণ করা হয়। এছাড়া প্রায় শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার ও খাবার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যকালে কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির সভাপতি আসাদুল ইসলাম বলেন, আমরা চাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। তাই প্রতি বছরের মতো এবারও কিছু করার জন্য এই আয়োজন। সামনে কেরানীগঞ্জে আরও অনেক ভালো কাজ উপহার দেবে কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটি, সেই প্রত্যাশা আমাদের।
কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু, এছাড়াও অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সানমুন আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাহাত জামান সহ সংগঠনের অন্য সদস্যরা।

Related Articles

Leave a Reply

Back to top button