sliderশিক্ষা

দুই দিন ব্যাপী “এডুকেশন পার্লামেন্ট ২০১৭” এর সম্মেলন

বেরোবি প্রতিনিধি: এ.বি.সি.ডি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞানের বিকাশকে আরও বিকশিত করতে ১১ই আগস্ট শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দুই দিন ব্যাপী “এডুকেশন পার্লামেন্ট ২০১৭” সম্মেলন। রংপুর চেম্বার অব কমার্স-এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন এডুকেশন পার্লামেন্ট রংপুর এর ক্যাপ্টেন আশিক মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব রাশেক রহমান শুভেচ্ছা দূত বিএনসিসি। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন জনাব আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক মাননীয় সংসদ সদস্য রংপুর ২ আসন, জনাব আজগর আলী সবরী ডিরেক্টর, প্রোগ্রাম এ্যান্ড পলেসি একশন এইড, মো: মামুন মিয়া সভাপতি, ইউনিসেফ।
সম্মেলনে অংশ নেবে দেশের স্বনামধন্য স্কুল কলেজ এবং বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এসব অংশগ্রহণকারীগণ চিন্তার বিভিন্ন সমস্যা এবং তার যুগোপযোগী সমাধানের লক্ষ্যে দুই দিন ব্যাপী সম্মেলনে তাদের মতামত তুলে ধরবে।
“এডুকেশন পার্লামেন্ট ২০১৭” এর ক্যাপ্টেন মো: আশিকুর রহমান বলেন, প্রথমবারের মতো রংপুরে এ ধরনের আধুনিক ও যুগোপযোগী অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা আগামী দুই দিন ব্যাপী এ সম্মেলন সাফল্যমন্ডিত হবে।
এডুকেশন পার্লামেন্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: রিয়াজুল করিম বলেন, সম্মেলনে নিবন্ধিত অংশগ্রহণকারীদের সংখ্যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। রংপুর এর সকল মহলের আন্তরিক সহযোগিতায় আমরা অবিভূত। আশা করি পরবর্তী সকল আয়োজনে আমরা সকলের সহযোগিতা পাবো।
উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য কূটনৈতিক চিন্তা, আলোচনার মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে জ্ঞান অর্জন এবং চর্চা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এডুকেশন পার্লামেন্ট।

Related Articles

Leave a Reply

Back to top button