ডেস্ক রিপোর্ট: বসুন্ধরার দুই তরুণ ব্যবসায়ী আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগদান করেছেন। যোগদানকারী ব্যবসায়ীরা হলেন মোঃ ফয়সাল ও ফাতেমা সুলতানা জেরিন।
আজ ১২ আগস্ট সোমবার বিকেলে যোগদানকারী দুই জন দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের হাতে যোগদান ফরম জমা দেন।
যোগদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ মেজর (অব:) আব্দুল ওহাব মিনার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবীর, সদস্য সচিব সেলিম খান, যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, সুমাইয়া শারমিন ফারহানা ও সহকারী সদস্য সচিব হাসান মাহমুদ শাহীন।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সদ্য যোগদান কারীদের শুভেচ্ছা জানান।
খবর বিজ্ঞপ্তির।