শিশুরা যা দেখে, তা-ই অনুকরণ করতে চায়। সেটা বাড়ির অন্যদের মতো করে আশপাশের মানুষগুলোকে ‘নাম’ ধরে ডাকা হোক অথবা কোনো অঙ্গভঙ্গি। তাই শিশুদের সামনে এমন কিছু করতে মানা করা হয়, যা অনুকরণ করলে অভিভাবকদের লজ্জায় পড়তে হবে। তবে সেটা যদি মজার কিছু হয়, তো অন্য কথা।
অনেক শিশুই আছে টিভিতে কার্টুন দেখে সে চরিত্রগুলো অনুকরণ করতে থাকে। তাই অনেকেই শিশুদের অতিরিক্ত টিভি না দেখানোর পক্ষেই মত দেন। আবার কেউ কেউ একেবারে ছোট বয়সে শিশুদের টিভি থেকে পুরোপুরি দূরে রাখারও পরামর্শ দেন।
তবে চলতি বছর বিখ্যাত অ্যানিমেটেড মুভি ‘ফ্রোজেন’ দেখে দুই ক্ষুদের অনুকরণ মুগ্ধ করেছে অনেককে। জনপ্রিয় মার্কিন টিভি উপস্থাপক এলেন ডিজেনার্সের ফেসবুক পাতায় সেই ভিডিওটি শেয়ার দেয়া হয়।
এ পর্যন্ত এটি ৮৬ লাখবার দেখা হয়েছে। শেয়ার হয়েছে ৬৯ হাজারবার।
ভিডিও-তে দেখা যায়, দু’জন ক্ষুদে স্টার টিভিতে ‘ফ্রোজেন’ ছবির দুই অন্যতম চরিত্র এলসা আর আনাকে দেখতে দেখতে নিজেরাও অভিনয় করছে।
শিশুদের এমন মনকাড়া আচরণে বেশিরভাগ মানুষ মুগ্ধ হলেও, কোনো কোনো সচেতন অভিভাবক এর সমালোচনা করেছেন। তাদের মন্তব্য, এ জন্যই টিভি দেখতে হবে! মা-বাবাদের এ ব্যাপারে আরো সতর্ক হওয়া প্রয়োজন।
ভিডিওটি দুই মিনিটের হলেও ক্যাপশনে লেখা হয়, ‘এ সব কাণ্ড আরো ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলেছিল।’