
রতন ঘোষ, কটিয়াদি প্রতিনিধি :কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ২৫শে এপ্রিল বৃহস্পতিবার পাকুন্দিয়া থানার এসআই নাজিম উদ্দিন তার অফিসার ও ফোর্স সহ থানার বটতলা চৌরাস্তায় রয়েল কাউন্টারের সামনে থেকে বাংলাদেশের বিভিন্ন থানার ১৬টি মামলার আসামি কটিয়াদী উপজেলার পৌর সদরের ভোগপাড়া মহল্লার হরি ঘোষের ছেলে, সাজন ঘোষকে দুইটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে। উক্ত মোটরসাইকেল চুরির আসামি সাজান ঘোষের বিরুদ্ধে পাকুন্দিয়া থানার এফআইআর নং ১৪, তারিখ ২৫ এপ্রিল ২০২৪, ধারা ৪১৩ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান টিটু, পি পি এম, এর সত্যতা স্বীকার করে জানান ওই দিনই আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।