
রংপুর ব্যুরোঃ আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। দীর্ঘদিন পর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা। এসময় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পারীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টা রংপুর জেলা স্কুল ও বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রসাশক আসিফ আহসান । এসময় রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবং য়ারা প্রশ্ন ফাস এর গুজব ছড়াবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সুূত্রে জানা গেছে, রংপুর বিভাগে দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় ৮ জেলার ২৭৭টি কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ৯ শ’৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এর মধ্যে রংপুর জেলায় ৫০ টি পরীক্ষা কেন্দ্রে ৩৩ হাজার ৯ শ’ ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।