slider

দীপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করতে ডিপ্লোমা পরিষদ মিডিয়া সেলের কমিটি গঠন

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এর হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা কর্তৃক মিডিয়া ও প্রচার সেল এর আহ্ববায়ক কমিটি ঘোষনা করেছে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, রাঙামাটি জেলা শাখার সভাপতিঃ আ.জ.ম এরশাদুল হক মন্ডল ও সাধারণ সম্পাদকঃ সাকিব হোসেন তানিম স্বাক্ষরিত মিডিয়া ও প্রচার সেল এর আহ্বায়ক কমিটিতে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী আকাশ বড়ুয়া ও সদস্য সচিব প্রকৌ. মেহেদী হাসান হৃদয়।
আহ্ববায়ক কমিটির অন্যন্যরা হলেন, যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ নাইমুল ইসলাম, বিজয় বড়ুয়া, রাকেশ ঘটক।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন খান ইমরান, আলাউদ্দীন বাবু, মোঃ আরিফুল ইসলাম রুবেল, মাইকেল দাশ, মোঃ নুর হোসেন, মান্না ধর, ইসলাম খান পারভেজ, অরুন নাথ অনিক দাশ, উৎপল বড়ুয়া, ইমরান নাজির, মিতু কৃষ্ণ দেব ও প্রকৌশলী মোঃ রিয়াদ হোসেন।
সংগঠনটির সাধারণ সম্পাদকঃ সাকিব হোসেন তানিম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ প্রধান উপদেষ্টা ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির হাত কে আরো শক্তিশালী করতে ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের মিডিয়া ও প্রচার সেল আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা রাখছি, নবনির্বাচিত আহবায়ক কমিটির প্রকৌশলীগন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে যথাযথ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button