sliderবিনোদন

দিশার আত্মহত্যার পর ১৪ কোটি রুপির কাজ হারান সুশান্ত!

মৃত্যুর ৩ দিন আগে বাসার সহকারীদের সমস্ত হিসাব মিটিয়ে দেন সুশান্ত সিং রাজপুত। অভিনেতার পরিচারকদের জিজ্ঞাসাবাদের পর সামনে এল বেশ কয়েকটি নতুন তথ্য। এমনও শোনা যাচ্ছে, সাবেক ম্যানেজারের আত্মহত্যার পর ১৪ কোটি রুপি কাজ হারিয়েছেন এ নায়ক।
জি নিউজ জানায়, পাওনা মিটিয়ে দেওয়ার পর সুশান্ত বলেন— এরপর থেকে হয়ত আর তাদের খেয়াল রাখতে পারবেন না। যা শুনে তারা অবাক হয়ে যান। তবে সুশান্ত এতদিন তাদের খেয়াল রেখেছেন। তাই তিনি যেন বেশি চিন্তা না করেন। কিছু কিছু তারা ঠিক করবেন বলে সুশান্তকে জানান।
জানা যাচ্ছে, হিট সিনেমা ‘ছিছোঁড়’-এর পর থেকে ৬ মাসের মধ্যে বেশ কয়েকটি প্রজেক্ট হারান। যার ফলে সুশান্ত হয়তো আর্থিক টানাটানির মধ্যে পড়েছিলেন। শুধু তাই নয়, সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের তৎপরতায় একটি ওয়েব সিরিজে চুক্তি করেন সুশান্ত। সেখানে ১৪ কোটির রফা হয়।
গত মার্চে দিশার সঙ্গে সুশান্তের ওই প্রজেক্ট নিয়ে পরপর দুইবার কথা হয়। এরপর দিশার আত্মহত্যার পর ভেঙে পড়েন অভিনেতা। দিশার মৃত্যুর পর ওয়েব সিরিজের প্রজেক্টও কি সুশান্তের হাত থেকে বেরিয়ে যায়! এমন সেই প্রশ্নই উঠতে শুরু করেছে।
গত ৮ জুন মুম্বাইয়ের মালাডের একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা সালিয়ান। দিশার মৃত্যুর পর তার পরিবারের প্রতি সমবেদনা জানান সুশান্ত। এমনকি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় জানান। এর ৬ দিনের মধ্যে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দেন তিনি।
সুশান্ত রবিবার আত্মহত্যা করেন। সেদিন বাড়ির পরিচারিকারা জানান, তারা সকালেও সুশান্তকে দেখেছেন। সকাল সাড়ে ৯টার সময় জুস নিয়ে নিজের ঘরে ঢুকে যান, তারপর আর তিনি বের হননি। দুপুর নাগাদ তার মৃত্যুর খবর আসে।
টেলিভিশনে ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান ইঞ্জিনিয়ারিং পাশ করা সুশান্ত সিং রাজপুত। ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রেখেই সফলতা পান। এর পর শুদ্ধ দেশি রোমান্স, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, পিকে, কেদারনাথ ও ছিঁছোড়ের মতো সফল সিনেমায় দেখা যায়। বড়পর্দায় তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘সঞ্চারিয়া’, মুক্তির অপেক্ষায় আছে হলিউড সিনেমা ‘দ্য ফল্ট অব আওয়ার স্টারস’-এর অফিসিয়াল হিন্দি রিমেক ‘দিল বেচারা’।

Related Articles

Leave a Reply

Back to top button