sliderস্থানীয়

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-৪,আহত ২২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার (যদুরমোড়) এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০-২২ জন।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, “শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুরমোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে”।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, “যদুরমোড় এলাকায় যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২২জন। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের হাসপতালে নেওয়া হয়েছে”।

Related Articles

Leave a Reply

Back to top button