sliderস্থানীয়

দিনাজপুরে মে দিবসে আলোচনা, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সকল হাতে কাজ, বাঁচার মত মজুরি, শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত; গ্রাম শহরের গরীব ও শ্রমজীবী মানুষের জন্য স্বল্প মূল্যে রেশন ও বিনামূল্যে চিকিৎসা; সেতাবগঞ্জ চিনিকল, দিনাজপুর টেক্সটাইল মিলসহ বন্ধ সকল রাষ্ট্রীয় কলকারখানা চালু; সকল সেক্টরে ৮ ঘন্টা কর্মদিবস কার্যকর করার দাবিসহ বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের উচ্ছেদ করে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ দিনাজপুর এর উদ্যোগে ১ মে ‘২৪ইং সমাবেশ, মিছিল ও প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাশেল শাহীন। পরিচালনা করেন শ্রমিক নেতা আহাম্মদ আলী। আলোচনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, জেলা সম্পাদক কমরেড আকতার আজিজ, শ্রমিক নেতা ফয়জুর ইসলাম, মোহাম্মদ রফিক, সাবেক ছাত্রনেতা রাসেল আলম।
আলোচনা সভা শেষে রাশেল শাহীনকে আহ্বায়ক, মোঃ ফয়জুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন- আহাম্মদ আলী, আব্দুর রউফ, মোঃ হাসান আলী, মোহাম্মদ রফিক, রফিকুল ইসলাম, আবুবকর সিদ্দিক, মোঃ আফজাল হোসেন, মোজাহার আলী, বিলকিস বানু, রহিদুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তি:

Related Articles

Leave a Reply

Back to top button