sliderশিরোনামস্থানীয়

দিনাজপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে গুলি, নিহত ১

দিনাজপুরের বিরলে রুপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহতের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকের এ ঘটনায় নিহত সুরত আলী (৩৬) বিরল পৌরসভা এলাকার হোসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের হামলায় ৩ পুলিশ সদস্যও আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকালে কোন প্রকার নোটিশ ছাড়াই মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় বকেয়া বেতনের দাবিতে বুধবার সন্ধ্যা থেকে রুপালী বাংলা জুট মিলের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় মিলের সংশ্লিষ্টদের সাথে শ্রমিকদের সাথে আলোচনা হলেও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা অনড় থাকে। এক পর্যায়ে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ভাংচুর শুরু করে। পরে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি চালালে একজন নিহত হয় এবং সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ জন আহত হন। সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button