দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরিত নমুনা পরিক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয় বলে জানানো হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান আলী জানান, জ্বরসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার তার নমুনা পরিক্ষার রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ি নিজ বাসাতেই হোম আইসোলেশনে রয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান, গত পাঁচদিন থেকে শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয়। গত বৃহস্পতিবার করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। এর পর থেকেই তিনি অফিস করেননি, বাড়িতেই ছিলেন। শনিবার নমুনা পরিক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।