sliderস্থানীয়

দায়িত্ব নিয়েই দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মেয়র টুটুল চৌধুরীর

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল দায়িত্ব নিয়েই দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সোমবার দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তার সাথে ছিলেন সাবেক পৌর মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খোরশেদ বকশী, লিটন চৌধুরীসহ পৌর কাউন্সিলররা। এর আগে তিনি পৌরসভা কার্যালয়ে পৌঁছলে সাবেক মেয়র ও কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পৌরসভা চত্বরে উপস্থিত হাজারো সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, বদরগঞ্জ পৌরসভা হবে দুর্নীতিমুক্ত পৌরসভা। নাগরিকরা যাতে সহজেই পৌরসেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।
এছাড়া পৌর এলাকার মাদক নির্মূলে সবাইকে এক যোগে কাজ করতে হবে। আজ থেকে পৌরসভার দুর্নীতি ও পৌর এলাকার মাদক নির্মূলে যুদ্ধ ঘোষণা করা হলো।

Related Articles

Leave a Reply

Back to top button