sliderস্থানীয়

দাউদকান্দি তাতী লীগের আহবায়ক রুবেল হোসেনের দাফন সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলা তাতী লীগের আহবায়ক রুবেল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম ফয়েজী। এর আগে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সাবেক কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেন ও মোঃ শাহজালাল। উপস্থিত ছিলেন উপজেলা তাতী লীগের সদস্য সচিব ও গৌরীপুর ইউপি সদস্য রুবেল আহমেদ। তিনদিন আগে মস্তিস্কে সমস্যা জনিত কারণে নারায়নগঞ্জের একটি হসপিটালে ভর্তি হন রুবেল হোসেন। ২৭ অক্টোবর শুক্রবার বিকেলে (৩৫) বছর বয়সে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যু কালে অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। উপজেলা সদর তুজারভাঙ্গা গ্রামের কৃতি সন্তান রুবেল হোসেন ট্রান্সপোর্ট ব্যবসা করতেন। তাঁর সাথে তাতী লীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রুবেল আহমেদ, তিনি দীঘির পাড় ও গৌরীপুর বাজার ওয়ার্ড মেম্বার। সহকর্মীকে হারিয়ে রুবেল আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। রুবেল হোসেনের শোকসন্তপ্ত পরিবারকে শোক সইবার তৌফিক দান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রুবেল আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button