sliderস্থানীয়

দাউদকান্দি গৌরীপুর- লক্ষীপুর -খোশকান্দি সড়কে ধ্বস, যোগাযোগ বিচ্ছিন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের লক্ষীপুরে গোমতী নদীর স্রোতে ভেঙে গেছে প্রায় ৩৫ ফুট অংশ, ফলে গৌরীপুর- লক্ষীপুর- খোশ কান্দি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। শুক্রবার রাতে গোমতী নদীর স্রোতে সড়কটির কার্পেটিং সহ প্রায় ২০ ফুট গভীর এবং ৩৫ ফুট দীর্ঘ অংশ ভেঙে যায়। খবর পেয়ে শনিবার সকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন এবং মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন। গত কয়েকবছর ধরে সড়কটির বিভিন্ন অংশ কয়েকবার ভেঙে যায়, সাময়িক মেরামত হলেও উন্নত প্রযুক্তিগত এবং টেকসই মেরামত না হওয়ায় ভাঙ্গন রোধ করা যাচ্ছে না এমনটাই অভিমত বিভিন্নজনের। স্থানীয় ওয়াজ উদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তার ও মাদরাসা সুপার আব্দুর রশীদ দ্রুত সড়কটি টেকসই মেরামত করার জন্য অনুরোধ করেছেন। এদিকে লক্ষীপুর কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও মাদরাসা মুহতামিম মুফতি মোহাম্মদ সোলাইমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরূপ অনুরোধ করেছেন। উল্লেখ্য এই সড়কটি দিয়ে তিতাসের কয়েকটি ও দাউদকান্দির কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক লোকের দৈনন্দিন যাতায়াত।

Related Articles

Leave a Reply

Back to top button