sliderস্থানীয়

দাউদকান্দি উপজেলা কাব ক্যাম্পুরী ও ডে ক্যাম্প উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার দাউদকান্দি উপজেলার জুরানপুর ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ১ম উপজেলা ডে ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
কয়েকটি মাদরাসা সহ হাইস্কুল এবং প্রাইমারি স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। জীবনের বাস্তবতার জন্য স্কাউট, কাব ও ক্যাম্পুরী খুবই জরুরি। বিশেষ করে
আমার ছোট ছেলে ডা.মোঃ সোহেল খান গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন উপজেলা সদরে জাতীয় দিবস সহ নানান অনুষ্ঠানে অংশ গ্রহণ করতো।
আজকের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য হলো পিছনের স্মৃতি গুলো অনুভব করা।
তাঁবু থেকে শুরু করে আশপাশ মুখরিত আদর্শের স্বপ্নের শিশুদের পদচারনায়।
পরে প্রধান অতিথি মহোদয় জুম্মার নামাজ পড়ে আবার মিলিত হন কোমলমতি শিশুদের খোঁজখবর নিতে।

Related Articles

Leave a Reply

Back to top button